মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৪০
৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৪০। হযরত সালমান ফারেসী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোর বেলা ফজরের নামাযের দিকে রওয়ানা হয়, সে ঈমানের ঝাণ্ডা নিয়ে অগ্রসর হয়। আর যে ব্যক্তি ভোর বেলা (নামায না পড়ে) বাজারের দিকে রওয়ানা হয়, সে শয়তানের ঝাণ্ডা নিয়ে অগ্রসর হয়। —ইবনে মাজাহ
وَعَنْ سَلْمَانَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ غَدَا إِلَى صَلَاةِ الصُّبْحِ غَدَا بِرَايَةِ الْإِيمَانِ وَمَنْ غَدَا إِلَى السُّوقِ غَدَا بِرَايَةِ إِبْلِيسَ» . رَوَاهُ ابْنُ مَاجَه
