মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৩
৩. প্রথম অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৩। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পরিখার যুদ্ধের তারিখে বলেছিলেন, কাফিররা আমাদেরকে মধ্যম নামায তথা আছরের নামায হতে বিরত রাখল। আল্লাহ্ তাদের গৃহ ও কবরকে আগুনে পূর্ণ করুন। - বুখারী, মুসলিম
بَابُ فَضَائِلِ الصَّلَاةِ
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الْخَنْدَقِ: حَبَسُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى: صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا)
(مُتَّفَقٌ عَلَيْهِ)
(مُتَّفَقٌ عَلَيْهِ)
