মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩২
- নামাযের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩২। এবং রাসূলুল্লাহ (ﷺ) আরও বললেন, বেদুইনরা যেন তোমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে তোমাদের এশার নামকরণেও। তার নাম আল্লাহর কিতাবে এশা। তা পড়া হয় আতামায় অর্থাৎ তাদের দুধ দোহনের সময়ে। -মুসলিম
كتاب الصلاة
بَابُ فَضَائِلِ الصَّلَاةِ
وَقَالَ: لَا يَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ عَلَى اسْمِ صَلَاتِكُمُ الْعِشَاءِ فَإِنَّهَا فِي كِتَابِ اللَّهِ الْعِشَاءُ فَإِنَّهَا تعتم بحلاب الْإِبِل. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৩২ | মুসলিম বাংলা