মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৫- নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩১
৩. প্রথম অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩১। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, বেদুইনরা যেন তোমাদের উপর প্রভাব বিস্তার করতে না পারে। তোমাদের মাগরিবের নামাযের নামকরণে। বর্ণনাকারী বলেন, বেদুইনরা তাকে এশা বলত ।
بَابُ فَضَائِلِ الصَّلَاةِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغْلِبَنَّكُمُ الْأَعْرَابُ على اسْم صَلَاتكُمْ الْمغرب» . قَالَ: «وَتقول الْأَعْرَاب هِيَ الْعشَاء»
