মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৫- নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৪
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত
৬৩৪। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) এবং হযরত সামুরাহ ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মধ্যম নামায হল আছরের নামায। -তিরমিযী
عَن ابْن مَسْعُود وَسمرَة بن جُنْدُب قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ الْوُسْطَى صَلَاةُ الْعَصْرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬৩৪ | মুসলিম বাংলা