মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫০০
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০০। রাসূলুল্লাহ (ﷺ)-এর সহধর্মিণী হযরত সাওদাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, (এক সময়) আমাদের একটি বকরী মরে গেলে আমরা তার চামড়া পাক করলাম। তারপর হতে সর্বদা আমরা তাতে নাবীয বানিয়ে থাকি । এইভাবে তা আমাদের একটি পুরাতন মশকে পরিণত হল। -বুখারী
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَنْ سَوْدَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَاتَتْ لَنَا شَاةٌ فَدَبَغْنَا مَسْكَهَا ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَ شنا. رَوَاهُ البُخَارِيّ