মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৯৯
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৪৯৯। হযরত আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, উম্মুল মু'মিনীন হযরত মায়মুনার মুক্তকৃত দাসীকে একটি বকরী দান করা হল, বকরীটি মরে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বকরীটির নিকট দিয়ে যাবার সময় বললেন, তোমরা বকরীটির চামড়া নিয়ে পাক করলে না কেন? তাদ্বারা তো উপকৃত হতে পারতে? লোকগণ বলল, ইয়া রাসূলাল্লাহ! বকরীটি যে মৃত। তিনি বললেন, তাতে তো তার মাংস খাওয়াই মাত্র নিষিদ্ধ হয়েছে। -বুখারী, মুসলিম
كتاب الطهارة
بَابُ تَطْهِيْرِ النَّجَاسَاتِ
وَعَن ابْن عبَّاس قَالَ: تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ لِمَيْمُونَةَ بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمُوهُ فَانْتَفَعْتُمْ بِهِ» فَقَالُوا: إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ: «إِنَّمَا حُرِّمَ أكلهَا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)