মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৫০১
- পাক-পবিত্রতার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন
৫০১। হযরত লুবাবাহ বিনতে হারেছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, এক সময় হোসায়ন ইবন আলী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কোলে থাকা অবস্থায় তাঁর কোলে প্রস্রাব করে দিলেন। তখন আমি রাসূলে পাক (ﷺ)-কে বললাম, অন্য কাপড় পরিধান করুন এবং আপনার ঐ কাপড়টি দিন, আমি তা ধৌত করে দেই। তিনি বললেন, ধৌত করতে হয় মেয়েদের প্রস্রাব, ছেলেদের প্রস্রাবে পানি ঢেলে দিলেই হয়। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الطهارة
عَن لبَابَة بنت الْحَارِث قَالَتْ: كَانَ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي حِجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَبَال عَلَيْهِ فَقُلْتُ الْبَسْ ثَوْبًا وَأَعْطِنِي إِزَارَكَ حَتَّى أَغْسِلَهُ قَالَ: «إِنَّمَا يُغْسَلُ مِنْ بَوْلِ الْأُنْثَى وَيُنْضَحُ مِنْ بَوْلِ الذَّكَرِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه