মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪৩৫
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৫। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) বীর্যপাতজনিত গোসল করার সময় এইভাবে শুরু করতেনঃ প্রথমে দুইহাত (কব্জি পর্যন্ত) ধৌত করতেন। তারপর নামাযের অজুর ন্যায় অজু করতেন, তারপর অঙ্গুলিসমূহ পানিতে ঢুকিয়ে তদ্বারা চুলের গোড়া খেলাল করতেন, তারপর দুইহাত দ্বারা মাথার উপর তিন কোষ পানি ঢালতেন। তারপর শরীরের সকল স্থানে পানি ঢেলে দিতেন। মুসলিমের এক বর্ণনায় এসেছে যে, পাত্রে হাত দেয়ার আগে দুহাত ধুয়ে নিতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন এবং যৌনাঙ্গ ধুয়ে নিতেন। এরপর অজু করতেন। - বুখারী, মুসলিম
بَابُ الْغُسْلِ
وَعَن عَائِشَةُ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ فَيُخَلِّلْ بِهَا أُصُولَ شَعَرِهِ ثمَّ يصب على رَأسه ثَلَاث غرف بيدَيْهِ ثمَّ يفِيض المَاء على جلده كُله
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَاله فَيغسل فرجه ثمَّ يتَوَضَّأ
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: يَبْدَأُ فَيَغْسِلُ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا الْإِنَاءَ ثُمَّ يُفْرِغُ بِيَمِينِهِ عَلَى شِمَاله فَيغسل فرجه ثمَّ يتَوَضَّأ
