মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৩৪
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৪। উম্মু সুলায়মের বরাতে ইমাম মুসলিম উদ্ধৃত করেছেন যে, পুরুষের বীর্য হয় ঘন সাদা আর মহিলাদের বীর্য হয় পাতলা-হলুদ। অতঃপর যেটি জরায়ুতে আগে প্রবেশ করে বাচ্চা সেটির সদৃশ হয়।
بَابُ الْغُسْلِ
وَزَادَ مُسْلِمٌ بِرِوَايَةِ أُمِّ سُلَيْمٍ: «أَنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَم أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)