মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৩৩
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৩। উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা (আনাসের মাতা) উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ পাক ন্যায্য কথা বলতে লজ্জা করেন না। (সুতরাং আমিও করি না) স্ত্রীলোকদের স্বপ্নদোষ হলে তাদের উপর কি গোসল ফরজ হয়? নবী পাক (ﷺ) বললেন, হ্যাঁ, যখন সে (জাগ্রত হয়ে) শুক্র দেখে। এটা শুনে হযরত উম্মে সালামা (রাযিঃ) ( লজ্জায়) তাঁর মুখ ঢেকে ফেলে বললেন, ইয়া রাসূলাল্লাহ! স্ত্রীলোকেরও কি স্বপ্নদোষ হয়? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, ধুত্তুরী । (তা না হলে) তার সন্তান তার সদৃশ হয় কি করে? -বুখারী, মুসলিম।
بَابُ الْغُسْلِ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ قَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ من غسل إِذا احْتَلَمت قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا رَأَتِ الْمَاءَ» فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ وَجْهَهَا وَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَوَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ: «نعم تربت يَمِينك فَبِمَ يشبهها وَلَدهَا؟»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)