মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৩৬
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৩৬। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হযরত মায়মুনা (রাযিঃ) বলেছেন, একদা আমি নবী পাক (ﷺ)-এর জন্য গোসলের পানি রাখলাম। তারপর একটি কাপড় দ্বারা তাঁর জন্য পর্দা করে দিলাম। তিনি প্রথমে তাঁর দুই হাতের উপর পানি ঢেলে (কব্জি পর্যন্ত) ধৌত করলেন। তারপর ডানহাত দ্বারা বামহাতের উপর পানি ঢাললেন এবং (তদ্বারা) লজ্জাস্থান ধৌত করলেন। তারপর হাত মাটিতে ঘষে নিলেন। পুনরায় হাত (যথানিয়মে) ধুয়ে নিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন এবং মুখমণ্ডল ও হাত (কনুই পর্যন্ত) ধৌত করলেন, তারপর মাথার উপর পানি ঢাললেন এবং সর্বাঙ্গে পানি প্রবাহিত করলেন। এর পর তিনি ওই স্থান হতে সামান্য সরে গিয়ে দুই পা ধৌত করলেন। অতঃপর আমি (পানি মুছে ফেলতে) তাঁকে কাপড় দিলাম; কিন্তু তা নিলেন না; হস্তদ্বয় ঝাড়তে ঝাড়তে চলে গেলেন। -বুখারী, মুসলিম, শব্দগুলো বুখারীর উদ্ধৃতি
كتاب الطهارة
بَابُ الْغُسْلِ
وَعَن ابْن عَبَّاس قَالَ قَالَتْ مَيْمُونَةُ: وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا فَسَتَرْتُهُ بِثَوْبٍ وَصَبَّ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شَمَالِهِ فَغَسَلَ فَرْجَهُ فَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَمَسَحَهَا ثُمَّ غَسَلَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ وَأَفَاضَ عَلَى جَسَدِهِ ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ فَانْطَلق وَهُوَ ينفض يَدَيْهِ. وَلَفظه للْبُخَارِيّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)