মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪২১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪২১। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিতি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি কাপড়ের টুকরাে ছিল। এটি দ্বারা তিনি অজুর পরে তাঁর অজুর স্থানসমূহ মুছে নিতেন। -তিরমিযী
তিরমিযী (রহ) বলেছেন, এই হাদীসটি সবল নয়। এর বর্ণনাকারী আবু মুআয মুহাদ্দিসগণের নিকট সবল নয়।
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِرْقَةٌ يُنَشِّفُ بِهَا أَعْضَاءَهُ بَعْدَ الْوُضُوءِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ لَيْسَ بِالْقَائِمِ وَأَبُو مُعَاذٍ الرَّاوِي ضَعِيف عِنْد أهل الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান