মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪২২
৪. তৃতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪২২। হযরত ছাবেত ইবন আবু ছাফিয়াহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি ইমাম আবু জাফর মুহাম্মাদ বাকের (ইবনে যয়নুল আবেদীন) কে জিজ্ঞেস করলাম, আপনার নিকট কি হযরত জাবের (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) অজু করেছেন কখনও একেকবার কখনও দুই দুইবার আবার কখনও তিন তিনবার করে (অর্থাৎ অজুর অঙ্গসমূহ ধুয়েছেন ঐভাবে) তিনি বললেন, হ্যাঁ। -তিরমিযী, ইবনে মাজাহ
عَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ قَالَ: قُلْتُ لِأَبِي جَعْفَرٍ هُوَ مُحَمَّدٌ الْبَاقِرُ حَدَّثَكَ جَابِرٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مرّة مرّة ومرتين مرَّتَيْنِ وَثَلَاثًا ثَلَاثًا. قَالَ: نعم. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান