মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১৯
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৯। হযরত উবাই ইবন কা'ব (রাযিঃ) নবী পাক (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (রাসূলুল্লাহ সাঃ ) ইরশাদ করেছেন, অজুর (মধ্যে হতে ওয়াসওয়াসা দিবার জন্য) ওলাহান নামক একটি শয়তান রয়েছে; সুতরাং পানির ওয়াসওয়াসা হতে সাবধান থাকবে। -তিরমিযী, ইবনে মাজাহ
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ الْوَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ لِأَنَّا لَا نَعْلَمُ أَحَدًا أَسْنَدَهُ غَيْرَ خَارِجَةَ وَهُوَ لَيْسَ بِالْقَوِيّ عِنْد أَصْحَابنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান