মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪১৮
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪১৮। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি তার পুত্রকে এরূপ বলতে শুনলেন, হে আল্লাহ্! আমি আপনার নিকট বেহেশতের ডানদিকের শ্বেতপ্রাসাদটি প্রার্থনা করছি। এটা শুনে তিনি বললেন বৎস! আল্লাহর নিকট শুধু বেহেশত প্রার্থনা কর এবং দোযখ হতে আশ্রয় চাও। আমি রাসূলে পাক (ﷺ)-কে বলতে শুনেছি, সহসাই এই উম্মতের মধ্যে এমন লোক দেখা যাবে, যারা অজু এবং দোয়ার ক্ষেত্রে সীমাতিক্রম করবে। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ
وَعَن عبد الله بن الْمُغَفَّل أَنه سمع ابْنه يَقُول: الله إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ عَنْ يَمِينِ الْجَنَّةِ قَالَ: أَيْ بُنَيَّ سَلِ اللَّهَ الْجَنَّةَ وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «إِنَّه سَيكون فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান