মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৯৩
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৩। হযরত আব্দুল্লাহ ইবন যায়দ ইবন আছেমকে জিজ্ঞেস করা হল যে, রাসূলুল্লাহ (ﷺ) অজু কিভাবে করতেন? (এ কথা শুনে) তিনি অজুর পানি এনে দুই হাতের উপর তা ঢাললেন এবং দু'হাত (কজি পর্যন্ত) দু' দু'বার করে ধৌত করলেন। তারপর তিনবার কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন। অতঃপর দু'বার করে দুইহাত কনুই পর্যন্ত ধৌত করলেন। তারপর দু'হাত দ্বারা মাথা মাসেহ করলেন সম্মুখের দিক হতে এবং পিছনের দিক হতে। (এইরূপে) মাথার সম্মুখদিক দিয়ে শুরু করে হস্তদ্বয় ঘাড়ের দিকে নিলেন। তারপর দুই হাতকে পুনরায় সম্মুখের দিকে এনে যে স্থান হতে শুরু করেছিলেন সেই স্থানে পৌঁছালেন। তারপর পদদ্বয় ধৌত করলেন। মালেক, নাসায়ী এবং আবু দাউদও অনুরূপ বর্ণনা করেছেন। জামেউল উছূল গ্রন্থকারও এটা রেওয়ায়াত করেছেন।
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَقيل لعبد الله بن زيد: كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَدَعَا بِوَضُوءٍ فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمَرْفِقَيْنِ ثُمَّ مَسَحَ رَأْسَهَ بِيَدَيْهِ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ ردهما حَتَّى يرجع إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ. رَوَاهُ مَالِكٌ وَالنَّسَائِيُّ وَلِأَبِي دَاوُدَ نَحْوُهُ ذكره صَاحب الْجَامِع
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৩ | মুসলিম বাংলা