মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৯২
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ নিদ্রা হতে উঠে অজু করবে, তখন সে যেন নাসিকা ছিদ্রে পানি দিয়ে ঝেড়ে ফেলে। কেননা শয়তান তার নাসিকা* ছিদ্রে রাত্রি যাপন করে। - বুখারী, মুসলিম
* মানুষ যখন ঘুমন্ত থাকে তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়ার সুযোগ পায় না। ফলে সে নাকের বাঁশিতে আশ্রয় নিয়ে নানাবিধ দুঃস্বপ্ন দেখায় যার প্রভাব সে জাগ্রত হওয়ার পরও অনুভব করে। সুতরাং কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি দ্বারা নাক পরিষ্কার করে নেয় তখন শয়তান দূর হয়ে যায় এবং তার প্রভাব কেটে যায়। এজন্য মহানবী (ﷺ) ঘুম হতে জাগ্রত হওয়ার পর অজু করা ও নাকে পানি দেয়ার আদেশ করেছেন। -মিরকাত
* মানুষ যখন ঘুমন্ত থাকে তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়ার সুযোগ পায় না। ফলে সে নাকের বাঁশিতে আশ্রয় নিয়ে নানাবিধ দুঃস্বপ্ন দেখায় যার প্রভাব সে জাগ্রত হওয়ার পরও অনুভব করে। সুতরাং কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি দ্বারা নাক পরিষ্কার করে নেয় তখন শয়তান দূর হয়ে যায় এবং তার প্রভাব কেটে যায়। এজন্য মহানবী (ﷺ) ঘুম হতে জাগ্রত হওয়ার পর অজু করা ও নাকে পানি দেয়ার আদেশ করেছেন। -মিরকাত
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامه فليستنثر ثَلَاثًا فَإِن الشَّيْطَان يبيت على خيشومه»
