মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৯১
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউই নিদ্রা হতে জাগ্রত হয়ে যেন তার হাত (পানির) পাত্রে প্রবেশ না করায় যে পর্যন্ত না হাত তিনবার ধৌত করে নেয়। কেননা সে জানে না যে, তার হাত রাতে (নিদ্রার মধ্যে) কোথায় কোথায় ছিল। -বুখারী, মুসলিম
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا يَغْمِسْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»
