মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৯৪
৪. প্রথম অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৩৯৪। বুখারী এবং মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ ইবন যায়দ ইবন আছেমকে বলা হল আপনি আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর অজুর ন্যায় অজু করে দেখান। তখন তিনি একটি পানির পাত্র এনে তা কাত করতঃ তা হতে কিছু পানি হস্তদ্বয়ের উপর ঢাললেন এবং কব্জি পর্যন্ত তা তিনবার করে ধৌত করলেন। তারপর হাত পাত্রে ঢুকিয়ে পানি নিয়ে তা আবার বের করলেন এবং সেই এক অঞ্জলি পানি দ্বারাই কুলি করলেন এবং নাক ঝাড়লেন আর এরূপ তিনবার করলেন। তারপর তিনি হাত পাত্রে ঢুকালেন এবং পানি নিয়ে বের করলেন এবং তিনবার করে মুখমণ্ডল ধৌত করলেন। (এর পর) আবার তিনি হাত (পাত্রে) ঢুকালেন এবং পানি নিয়ে বের করে দু'হাত কনুই পর্যন্ত দু' দু'বার করে ধৌত করলেন। (এর পর) আবার তিনি (পাত্রে) হাত ঢুকালেন এবং বের করে এইরূপে মাথা মাসেহ করলেন। সম্মুখের দিক দিয়ে শুরু করতঃ হাত পিছনের দিকে টেনে আবার পিছন দিক হতে শুরু করে সামনের দিকে আনলেন। তারপর দুই পা গিরা পর্যন্ত ধৌত করলেন।
অতঃপর বললেন, এরূপই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর অজু (করার নিয়ম)। বর্ণনান্তরে রয়েছে, হস্তদ্বয় সম্মুখ দিক হতে পিছন দিকে এবং পিছন দিক হতে সম্মুখ দিকে টানলেন। (অর্থাৎ) সামনের দিক হতে শুরু করলেন এবং পিছনের দিকে ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন। আবার দু' হাতকে সম্মুখ দিকে টেনে এনে যেস্থান হতে শুরু করেছিলেন, সেই স্থানেই পৌঁছালেন। তারপর পদদ্বয় ধৌত করলেন।
আর একটি বর্ণনায় আছে, তিনি কুলি করলেন, নাকের ছিদ্রে পানি দিলেন এবং ঝাড়লেন তিনবার তিন অঞ্জলি পানি দ্বারা। আর এক বর্ণনায় আছে কুলি করলেন এবং নাকে পানি দিলেন সেই এক অঞ্জলি পানি দ্বারা এইরূপ তিনবার করলেন।
বুখারীর এক বর্ণনায় আছে মাথা মাসেহ করলেন। (এইরূপে) দুই হাতকে সম্মুখ দিক হতে পিছনের দিকে এবং পিছনের দিক হতে সম্মুখ দিকে টানলেন একবার। তারপর দুই পা ছোট গিরা পর্যন্ত ধৌত করলেন। বুখারীর আর এক বর্ণনায় আছে, কুলি করলেন এবং নাক ঝাড়লেন তিনবার করে। (প্রত্যেকবার) এক অঞ্জলি পানি দ্বারাই ।
অতঃপর বললেন, এরূপই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর অজু (করার নিয়ম)। বর্ণনান্তরে রয়েছে, হস্তদ্বয় সম্মুখ দিক হতে পিছন দিকে এবং পিছন দিক হতে সম্মুখ দিকে টানলেন। (অর্থাৎ) সামনের দিক হতে শুরু করলেন এবং পিছনের দিকে ঘাড় পর্যন্ত নিয়ে গেলেন। আবার দু' হাতকে সম্মুখ দিকে টেনে এনে যেস্থান হতে শুরু করেছিলেন, সেই স্থানেই পৌঁছালেন। তারপর পদদ্বয় ধৌত করলেন।
আর একটি বর্ণনায় আছে, তিনি কুলি করলেন, নাকের ছিদ্রে পানি দিলেন এবং ঝাড়লেন তিনবার তিন অঞ্জলি পানি দ্বারা। আর এক বর্ণনায় আছে কুলি করলেন এবং নাকে পানি দিলেন সেই এক অঞ্জলি পানি দ্বারা এইরূপ তিনবার করলেন।
বুখারীর এক বর্ণনায় আছে মাথা মাসেহ করলেন। (এইরূপে) দুই হাতকে সম্মুখ দিক হতে পিছনের দিকে এবং পিছনের দিক হতে সম্মুখ দিকে টানলেন একবার। তারপর দুই পা ছোট গিরা পর্যন্ত ধৌত করলেন। বুখারীর আর এক বর্ণনায় আছে, কুলি করলেন এবং নাক ঝাড়লেন তিনবার করে। (প্রত্যেকবার) এক অঞ্জলি পানি দ্বারাই ।
بَابُ سُنَنِ الْوُضُوْءِ
وَفِي الْمُتَّفَقِ عَلَيْهِ: قِيلَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ: تَوَضَّأْ لَنَا وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَا بِإِنَاءٍ فَأَكْفَأَ مِنْهُ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَفِي رِوَايَةٍ: فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رجلَيْهِ
وَفِي رِوَايَة: فَمَضْمض واستنشق واستنثر ثَلَاثًا بِثَلَاث غَرَفَاتٍ مِنْ مَاءٍ
وَفِي رِوَايَةٍ أُخْرَى: فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلَاثًا
وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: فَمَسَحَ رَأْسَهُ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ
وَفِي أُخْرَى لَهُ: فَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثَ مَرَّات من غرفَة وَاحِدَة
وَفِي رِوَايَةٍ: فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ ثُمَّ غَسَلَ رجلَيْهِ
وَفِي رِوَايَة: فَمَضْمض واستنشق واستنثر ثَلَاثًا بِثَلَاث غَرَفَاتٍ مِنْ مَاءٍ
وَفِي رِوَايَةٍ أُخْرَى: فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلَاثًا
وَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: فَمَسَحَ رَأْسَهُ فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ
وَفِي أُخْرَى لَهُ: فَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثَ مَرَّات من غرفَة وَاحِدَة
