মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৭৪
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৭৪। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পায়খানা হতে বের হওয়ার সময় পাঠ করতেন, “الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي ” অর্থাৎ সেই আল্লাহ্ পাকের যাবতীয় প্রশংসা যিনি আমা হতে ক্লেশকর বস্তু দূর করলেন এবং আমাকে নিরাপদ করলেন। ইবনে মাজাহ
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي» . رَوَاهُ أبن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

বাথরুম থেকে বের হওয়ার দু‘আ কোন হাদীসে শুধু غُفْرَانَكَ বর্ণিত হয়েছে। আবার কোন হাদীসে الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي বর্ণিত হয়েছে। উভয় হাদীসের উপর একত্রে আমল করতে দুআটি এভাবে পড়তে হয় -غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৪৫)
tahqiqতাহকীক:তাহকীক চলমান