মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৭৩
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৭৩। হযরত মারওয়ান আছপার (রহ) বলেছেন, আমি হযরত ইবনে উমর (রাযিঃ)-কে দেখলাম, তিনি কিবলার দিকে তার বাহন উটকে বসালেন, তারপর বসে তার দিকে প্রস্রাব করলেন। তখন আমি বললাম, হে আবু আব্দুর রহমান। এরূপ করতে কি নিষেধ করা হয় নি? তিনি বললেন, হ্যাঁ, অবশ্য তা নিষেধ করা হয়েছে উন্মুক্ত প্রান্তরের ক্ষেত্রে; কিন্তু যখন তোমার ও কিবলার মধ্যে আড়স্বরূপ কোন বস্তু থাকবে, তখন এতে কোন দোষ নেই। -আবু দাউদ
عَن مَرْوَان الْأَصْفَر قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ أَنَاخَ رَاحِلَتَهُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ ثُمَّ جَلَسَ يَبُولُ إِلَيْهَا فَقُلْتُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَلَيْسَ قَدْ نُهِيَ عَنْ هَذَا قَالَ بلَى إِنَّمَا نُهِيَ عَنْ ذَلِكَ فِي الْفَضَاءِ فَإِذَا كَانَ بَيْنَكَ وَبَيْنَ الْقِبْلَةِ شَيْءٌ يَسْتُرُكَ فَلَا بَأْس» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৩ | মুসলিম বাংলা