মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৭৫
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৭৫। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জিনের প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে যখন বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনার উম্মতকে বলে দিন তারা যেন হাড়, শুষ্ক গোবর ও কয়লার দ্বারা ইস্তেঞ্জা না করে। কেননা আল্লাহ্ পাক তা আমাদের খাদ্যদ্রব্যস্বরূপ নির্দিষ্ট করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর উম্মতদেরকে ঐ কাজ হতে নিষেধ করে দিলেন। -আবু দাউদ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: لَمَّا قَدِمَ وَفْدُ الْجِنِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ انْهَ أُمَّتَكَ أَنْ يَسْتَنْجُوا بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ حُمَمَةٍ فَإِنَّ اللَّهَ جَعَلَ لَنَا فِيهَا رِزْقًا فَنَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, হাড্ডি, গোবর ও কয়লা দ্বারা ইস্তিঞ্জা করা নিষেধ। সুতরাং আমাদেরকে সেটা অনুসরণ করা দরকার। আর এটাই হানাফী মাযহাবের মত। (হিদায়া: ১/৩৯)
tahqiqতাহকীক:তাহকীক চলমান