মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭৬
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৬। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, অচিরেই মানুষের জন্য এমন এক যুগ আসবে, যখন ইসলামের নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। কুরআন পাকেরও অক্ষর ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। তাদের মসজিদগুলি আবাদ থাকবে। অথচ তা হবে হেদায়াতশূন্য। তাদের আলিমরা হবে আসমানের নীচের সবচেয়ে খারাপ লোক। তাদের দ্বারাই ফেত্না প্রকাশ পাবে। তারপর সেই ফেতনা তাদের উপরই পতিত হবে। -বায়হাকী, শোআবুল ঈমান
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ أَنْ يَأْتِيَ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى مِنَ الْإِسْلَامِ إِلَّا اسْمُهُ وَلَا يَبْقَى مِنَ الْقُرْآنِ إِلَّا رَسْمُهُ مَسَاجِدُهُمْ عَامِرَةٌ وَهِيَ خَرَابٌ مِنَ الْهُدَى عُلَمَاؤُهُمْ شَرُّ مَنْ تَحْتَ أَدِيمِ السَّمَاءِ مِنْ عِنْدِهِمْ تَخْرُجُ الْفِتْنَةُ وَفِيهِمْ تَعُودُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان