মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭৭
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৭। হযরত যিয়াদ ইবনে লাবীদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) একটি বিষয়ের কথা বললেন। তিনি বললেন, এটা ইলম উঠে যাওয়ার সময়েই ঘটবে। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! ইলম কিভাবে উঠে যাবে? অথচ আমরা নিজেরা কুরআন শিখছি এবং আমাদের সন্তান সন্ততিদেরকেও শিখাচ্ছি। তারপর আমাদের সন্তান-সন্ততিরা কিয়ামত পর্যন্ত (একইভাবে) তাদের সন্তানদেরকেও শিখাতে থাকবে। তখন তিনি বললেন, যিয়াদ, তোমার মাতা তোমাকে হারিয়ে ফেলুক! তোমাকে তো এতদিন আমি মদীনার একজন যথেষ্ট জ্ঞানী লোক বলেই মনে করতাম। এই ইয়াহুদী নাছারারাও কি তাওরাত ও ইঞ্জিল পাঠ করছে না? কিন্তু তার বিষয়-বস্তুসমূহের উপর তারা আমল করছে না। —আহমদ, ইবনে মাজাহ
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن زِيَاد بن لبيد قَالَ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَقَالَ: «ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنحن نَقْرَأ الْقُرْآن ونقرئه أبناءنا ويقرؤه ابناؤنا أَبْنَاءَهُم إِلَى يَوْم الْقِيَامَة قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأُرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا» . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ وَرَوَى التِّرْمِذِيُّ عَنهُ نَحوه