মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭৫
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেন, তোমরা 'জুব্বুল হুযন' হতে আল্লাহর নিকট আশ্রয় চাও। সাহাবীগণ আরজ করলেন ‘জুব্বুল হুযন' কি ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, তা দোযখের একটি গুহা, যা হতে খোদ দোযখও দৈনিক চারশবার আল্লাহর দরবারে আশ্রয় চায়। সাহাবীগণ আবার আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! তাতে যাবে কারা? তিনি বললেন, যে সকল কুরআন পাঠক মানুষকে দেখানোর উদ্দেশ্যে তা পাঠ করে থাকে। -তিরমিযী
ইবনে মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন। তার রেওয়ায়াতে অতিরিক্ত আছে যে, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কুরআন পাঠক সে যে শাসকদের সান্নিধ্যে যায়। আল-মুহারিবী (রহ) বলেন, অর্থাৎ অত্যাচারী শাসক।
ইবনে মাজাহও হাদীসটি বর্ণনা করেছেন। তার রেওয়ায়াতে অতিরিক্ত আছে যে, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কুরআন পাঠক সে যে শাসকদের সান্নিধ্যে যায়। আল-মুহারিবী (রহ) বলেন, অর্থাৎ অত্যাচারী শাসক।
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جُبِّ الْحَزَنِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا جُبُّ الْحَزَنِ؟ قَالَ: «وَادٍ فِي جَهَنَّمَ تَتَعَوَّذُ مِنْهُ جَهَنَّم كل يَوْم أَرْبَعمِائَة مرّة» . قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَدْخُلُهَا قَالَ: «الْقُرَّاءُ الْمُرَاءُونَ بِأَعْمَالِهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَكَذَا ابْنُ مَاجَهْ وَزَادَ فِيهِ: «وَإِنَّ مِنْ أَبْغَضِ الْقُرَّاءِ إِلَى اللَّهِ تَعَالَى الَّذِينَ يَزُورُونَ الْأُمَرَاءَ» . قَالَ الْمُحَارِبِيُّ: يَعْنِي الجورة