মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭৪
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৪। হযরত হোযায়ফাহ ইবনে ইয়ামান (রাযিঃ) (আপন যুগের সাহাবীগণকে লক্ষ্য করে) বলেন, হে কুরআনে পাকের আলিমগণ! তোমরা সোজা-সরল পথে মজবুতভাবে চল। কেননা অগ্রযুগে ইসলাম গ্রহণ করার কারণে পরবর্তীদের তুলনায়) তোমরা অনেক দূর এগিয়ে গিয়েছ। পক্ষান্তরে তোমরা ডান বামের পথ অবলম্বন করলে (আবার) গোমরাহীর দিকেও অনেক দূর এগিয়ে যাবে। -বুখারী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَن حُذَيْفَة قَالَ: يَا مَعْشَرَ الْقُرَّاءِ اسْتَقِيمُوا فَقَدْ سَبَقْتُمْ سَبْقًا بَعِيدًا وَإِنْ أُخِذْتُمْ يَمِينًا وَشِمَالًا لَقَدْ ضللتم ضلالا بَعيدا. رَوَاهُ البُخَارِيّ