মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২৭৩
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৩। হযরত ইবনে সীরীন (রহ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় এই (কুরআন ও হাদীসের) ইলম হল দীন (অর্থাৎ দ্বীনের বুনিয়াদ); সুতরাং লক্ষ্য রাখবে যে, তোমরা কার নিকট হতে তোমাদের দীন গ্রহণ করছ? -মুসলিম
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنِ ابْنِ سِيرِينَ قَالَ: إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ. رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)