মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭২
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭২। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, হে লোকগণ। তোমাদের মধ্যে যার যা জানা আছে সে যেন তা বলে, আর যার জানা নাই সে যেন বলে, (আমি জানি না) আল্লাহ্ পাকই ভাল জানেন। কারণ যে জানে না তার জন্য 'আল্লাহই ভালো জানেন' বলাই তার জ্ঞানের পরিচয়। আল্লাহ্ পাক তার নবীকে বলেছেন, 'আপনি বলুন, আমি তোমাদের কাছে কোন মজুরি চাই না। আর আমি তাকাল্লুফকারী (অর্থাৎ না জানা ব্যাপারে বানিয়ে বলা) দের অন্তর্ভুক্ত নই।' -বুখারী, মুসলিম
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: يَا أَيُّهَا النَّاسُ مَنْ عَلِمَ شَيْئًا فَلْيَقُلْ بِهِ وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلِ اللَّهُ أعلم فَإِن من الْعلم أَن يَقُول لِمَا لَا تَعْلَمُ اللَّهُ أَعْلَمُ. قَالَ اللَّهُ تَعَالَى لِنَبِيِّهِ (قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنا من المتكلفين)