মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭২। আহমদ, আবু দাউদ হযরত মুআবিয়া (রাযিঃ) হতে কিছুটা পরিবর্তনের সাথে রেওয়ায়াত করেছেন যে, বাহাত্তর দল দোযখী হবে আর একদল বেহেশতী। সেই দলটি হল আহলে সুন্নত ওয়াল জামাত। আমার উম্মতের মধ্যে এমন সব লোক বের হবে। যাদের শরীরে সেই সকল (বেদআতের) প্রবৃত্তি ঢুকে পড়বে, যেভাবে জলাতঙ্ক ব্যাধি রোগীর সারাদেহে বিরাজ করে। তার কোন শিরা বা গ্রন্থিই বাকী থাকে না।
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَفِي رِوَايَةِ أَحْمَدَ وَأَبِي دَاوُدَ عَنْ مُعَاوِيَةَ: «ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَهِيَ الْجَمَاعَةُ وَإِنَّهُ سَيَخْرُجُ فِي أُمَّتِي أَقْوَامٌ تَتَجَارَى بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلْبُ بِصَاحِبِهِ لَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دخله»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭২ | মুসলিম বাংলা