মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৭৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭৩। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, আমার উম্মতকে বর্ণনাত্তরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ্ পাক কখনও গোমরাহীর উপর সমবেত করবেন না। আল্লাহর হাত তথা করুণা ও কৃপা আহলে সুন্নত অয়াল জামাতের উপর রয়েছে। যে ব্যক্তি (উহা হতে) পৃথক হয়ে গিয়েছে সে ঐ পৃথকাবস্থায় দোযখে প্রবেশ করবে। -তিরমিযী
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ لَا يَجْمَعُ أُمَّتِي أَوْ قَالَ: أُمَّةَ مُحَمَّدٍ عَلَى ضَلَالَةٍ وَيَدُ اللَّهِ عَلَى الْجَمَاعَةِ وَمَنْ شَذَّ شَذَّ فِي النَّار . . رَوَاهُ التِّرْمِذِيّ
