মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭১। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, বনী ইসরাইলের যা ঘটেছিল, আমার উম্মতের ঠিক তাই ঘটবে। যেভাবে এক পায়ের জুতা অপর পায়ের জুতার সমান হয়। এমনকি যদি তাদের মধ্যে এমন হয়ে থাকে যে, কেউ নিজ মাতার সাথে প্রকাশ্যে কুকাজে লিপ্ত হয়েছিল। তা হলে আমার উম্মতের মধ্যেও এমন লোক হবে যে তাই করবে। তাছাড়া বনী ইসরাইল (বিশ্বাস আকীদার দিক দিয়ে) বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে। আর আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তরটি দলে। এর মধ্যে একটি দল ছাড়া সকল দলই দোযখী হবে। সাহাবীগণ আরজ করলেন, হুযুর! সেইটি কোন দল? তিনি বললেন, যে দলটি আমার এবং আমার সাহাবীদের পথে থাকবে। -তিরমিযী এরূপ বর্ণনা করেছেন,
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتَّى إِنَّ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمن هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وأصحابي» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান