মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৭০
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৭০। হযরত আমর ইবনে আওফ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, দীন হেজাযের দিকে প্রত্যাবর্তন করবে; যেভাবে সাপ তার গর্ভের দিকে প্রত্যাবর্তন করে এবং দীন হেজাযেই আশ্রয় নেবে, যেভাবে পার্বত্য মেষ পর্বত চূড়ায় আশ্রয় নেয়। দীন সঙ্গী সাথীহীন প্রবাসীর ন্যায় যাত্রা শুরু করেছে। আবার তদ্রূপই প্রত্যাবর্তন করবে। অতএব সেই সকল প্রবাসীর জন্য সুসংবাদ। তারা সেই সকল লোক, যারা আমার পর মানুষের দ্বারা নষ্টকৃত সুন্নতকে পুনরায় সংস্কার করে নেয়। -তিরমিযী
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الدِّينَ لَيَأْرِزُ إِلَى الْحِجَازِ كَمَا تَأْرِزُ الْحَيَّةُ إِلَى جُحْرِهَا وَلَيَعْقِلَنَّ الدِّينُ مِنَ الْحِجَازِ مِعْقَلَ الْأُرْوِيَّةِ مِنْ رَأْسِ الْجَبَلِ إِنَّ الدِّينَ بَدَأَ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ فَطُوبَى لِلْغُرَبَاءِ وَهُمُ الَّذِينَ يُصْلِحُونَ مَا أَفْسَدَ النَّاسُ مِنْ بَعْدِي من سنتي» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান