মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৩৭
৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৭। হযরত আসমা বিনতে আবুবকর (রাযিঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে উপদেশ দান করার জন্য দাঁড়িয়ে গেলেন এবং মানুষের কবরের ফেতনাসমূহ সম্পর্কে বর্ণনা করলেন। একথা বর্ণনা করার পর মুসলমানগণ চীৎকার করে কাঁদতে শুরু করল। বুখারী এই পর্যন্ত রেওয়ায়াত করেছেন; কিন্তু নাসায়ী এই কথাগুলোও বর্ধিত করেছেন, (হযরত আসমা (রাযিঃ) বলেন, মানুষের চীৎকার আমার পক্ষে রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা বুঝতে বাধা হয়ে দাঁড়ালো। তাদের চীৎকার বন্ধ হলে আমি আমার নিকটস্থ এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি বলতে পার কি রাসূলুল্লাহ (ﷺ) শেষের দিকে কি বলেছিলেন? সে বলল, তিনি বলেছিলেন, আমার ওপর আল্লাহর (তরফ হতে) অহী এসেছে যে, তোমরা কবরে প্রায় দাজ্জালের ফেৎনার অনুরূপ ফেৎনায় পড়বে।
باب إثبات عذاب القبر - الفصل الثالث
عَن أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا تَقول قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا فَذكر فتْنَة الْقَبْر الَّتِي يفتتن فِيهَا الْمَرْءُ فَلَمَّا ذَكَرَ ذَلِكَ ضَجَّ الْمُسْلِمُونَ ضَجَّةً. رَوَاهُ الْبُخَارِيُّ هَكَذَا وَزَادَ النَّسَائِيُّ: حَالَتْ بَيْنِي وَبَيْنَ أَنْ أَفْهَمَ كَلَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا سَكَنَتْ ضَجَّتُهُمْ قُلْتُ لِرَجُلٍ قَرِيبٍ مِنِّي: أَيْ بَارَكَ اللَّهُ فِيكَ مَاذَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ قَوْلِهِ؟ قَالَ: «قَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ قَرِيبًا من فتْنَة الدَّجَّال»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৭ | মুসলিম বাংলা