মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৩৬
৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৬। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, এই সেই ব্যক্তি (সা'দ), যার মৃত্যুতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং যার জানাযায় সত্তর হাজার ফিরিশতা শরীক হয়েছিল; কিন্তু তার মত ব্যক্তির কবরও সংকুচিত করা হয়েছিল, অবশ্য পরে তা প্রশস্ত করে দেওয়া হয়।
باب إثبات عذاب القبر - الفصل الثالث
وَعَن ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «هَذَا الَّذِي تَحَرَّكَ لَهُ الْعَرْشُ وَفُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ وَشَهِدَهُ سَبْعُونَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ لَقَدْ ضُمَّ ضَمَّةً ثُمَّ فُرِّجَ عَنْهُ» . رَوَاهُ النَّسَائِيّ
