মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৩৫
৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৫। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত সা'দ ইবনে মুআয (রাযিঃ) ইন্তেকাল করলে আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তার জানাযায় উপস্থিত হলাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর ইমামতে তাঁর জানাযা পড়ার পর তাকে কবরে রাখা হলে এবং কবরের মাটি সমান করা হলে তখন রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহ্ তাসবীহ পাঠ করলেন। আমরাও তাঁর সাথে দীর্ঘ সময় তাসবীহ পড়লাম। তারপর তিনি তাকবীর বললেন, আমরাও তাকবীর বললাম। অতঃপর তাঁকে এইরূপ তাসবীহ ও তাকবীর বলার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এই নেককার ব্যক্তির কবর অত্যন্ত সংকুচিত হয়ে আসছিল। (আমাদের তাসবীহ ও তাকবীর পাঠ করার ফলে) আল্লাহ পাক তার কবরকে প্রশস্ত করে দিয়েছেন। -আহমদ
باب إثبات عذاب القبر - الفصل الثالث
عَن جَابر بن عبد الله قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى سَعْدِ بْنِ مُعَاذٍ حِينَ توفّي قَالَ فَلَمَّا صَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُضِعَ فِي قَبْرِهِ وَسُوِّيَ عَلَيْهِ سَبَّحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَبَّحْنَا طَوِيلًا ثُمَّ كَبَّرَ فَكَبَّرْنَا فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ لِمَ سَبَّحَتْ ثُمَّ كَبَّرْتَ قَالَ: «لقد تضايق على هَذَا العَبْد الصَّالح قَبره حَتَّى فرجه الله عز وَجل عَنهُ» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৩৫ | মুসলিম বাংলা