মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৩৪
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৪। হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কাফিরের জন্য তার কবরে নিরানব্বইটি সাপ মোতায়েন করা হয়। সেইগুলো কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে ও ছোবল মারতে থাকবে। তাদের একটি সাপ যমিনে নিঃশ্বাস ফেললে জমিনে কখনও ঘাস জন্মাত না। -দারেমী, তিরমিযীও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি নিরানব্বইটির স্থলে সত্তরটি সাপের কথা বলেছেন।
باب إثبات عذاب القبر - الفصل الثاني
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «يُسَلط عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تنهشه وتلدغه حَتَّى تقوم السَّاعَة وَلَو أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضِرًا» . رَوَاهُ الدَّارِمِيُّ وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ وَقَالَ: «سَبْعُونَ بدل تِسْعَة وَتسْعُونَ»
