মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৩৮
- ঈমানের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - কবরের আযাব
১৩৮। হযরত জাবের (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি ইরশাদ করেছেন, যখন কোন মু'মিন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার মনে হয় যেন সূর্য অস্তমিত প্রায়। সে তখন তার চক্ষুদ্বয় মুছতে মুছতে উঠে বসে এবং বলে যে, আমাকে ছাড় আমি নামায আদায় করি। -ইবনে মাজাহ
كتاب الإيمان
باب إثبات عذاب القبر - الفصل الثالث
وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ مَثَلَتْ لَهُ الشَّمْسُ عِنْدَ غُرُوبِهَا فَيَجْلِسُ يَمْسَحُ عَيْنَيْهِ وَيَقُولُ: دَعونِي أُصَلِّي . رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান