মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১২১
- ঈমানের অধ্যায়
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১২১। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক না'মান নামক স্থানে অর্থাৎ আরাফাতে হযরত আদম (আ)-এর পৃষ্ঠদেশ হতে তার সন্তানদেরকে বের করে তাদের নিকট হতে অঙ্গীকার নিয়েছেন। তিনি হযরত আদম (আ)-এর মেরুদণ্ড হতে তার প্রত্যেক সন্তান, যাদেরকে তিনি (পরে) পয়দা করেছেন বের করেন এবং ক্ষুদ্র পিপীলিকাসদৃশ সেগুলোকে হযরত আদম (আ)-এর সামনে ছড়িয়ে দেন। তারপর সামনাসামনি হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ অবশ্যই। আমরা তার সাক্ষী রইলাম। (আল্লাহ বলেন, আমি তোমাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করলাম) এটা এজন্য যে, তোমরা যেন রোজ কিয়ামতে বলতে না পার যে, আমরা তো এই সম্পর্কে গাফেল ছিলাম। অথবা তোমরা যেন এরূপ বলতে না পার যে, আমাদের পূর্বপুরুষরাই তো এবং আমরা তাদের পরবর্তী বংশধর আমাদের পূর্বে শিরক করেছে তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্যে তুমি আমাদেরকে ধ্বংস করবে? -আহমদ
كتاب الإيمان
باب الإيمان بالقدر - الفصل الثالث
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَخذ الله الْمِيثَاق من ظهر آدم بنعمان يَعْنِي عَرَفَة فَأخْرج من صلبه كل ذُرِّيَّة ذَرَاهَا فَنَثَرَهُمْ بَيْنَ يَدَيْهِ كَالذَّرِّ ثُمَّ كَلَّمَهُمْ قِبَلًا قَالَ: (أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غافلين أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ المبطلون)

رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান