মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১২০
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১২০। হযরত আবু নাযরা (রহ) হতে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের মধ্যে আবু আব্দুল্লাহ নামক এক ব্যক্তির মৃত্যু শয্যায় তার বন্ধু-বান্ধবগণ তাকে দেখতে এলেন। ঐ সময় তিনি ক্রন্দন করছিলেন। আগন্তুকগণ তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলেন, আর বললেন, আপনাকে কি রাসূলুল্লাহ (ﷺ) এ কথা বলেন নি যে, তোমার গোফ খাটো করবে। তারপর সর্বদা এভাবে খাটো রাখবে; যে পর্যন্ত না তুমি (বেহেশতে) আমার সাথে মিলিত হবে? তিনি বললেন, হ্যাঁ, তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপও বলতে শুনেছি যে, আল্লাহ তাঁর ডান হাতে একমুষ্টি লোক এবং বামহাতে একমুষ্টি লোক নিয়ে বলেছেন, এরা বেহেশতী আর এরা দোযখী এবং আমি এই ব্যাপারে কারো পরোয়া করি না। অথচ আমার জানা নেই যে, এই দুই হাতের মুষ্টির মধ্যে আমি কোন হাতের মুষ্টির লোক। -আহমদ
باب الإيمان بالقدر - الفصل الثالث
وَعَن أبي نَضرة أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهُ أَبُو عَبْدِ اللَّهِ دَخَلَ عَلَيْهِ أَصْحَابُهُ يَعُودُونَهُ وَهُوَ يَبْكِي فَقَالُوا لَهُ مَا يُبْكِيكَ أَلَمْ يَقُلْ لَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُذْ مِنْ شَارِبِكَ ثُمَّ أَقِرَّهُ حَتَّى تَلْقَانِي قَالَ بَلَى وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَبَضَ بِيَمِينِهِ قَبْضَةً وَأُخْرَى بِالْيَدِ الْأُخْرَى وَقَالَ هَذِهِ لِهَذِهِ وَهَذِه لهَذِهِ وَلَا أُبَالِي فَلَا أَدْرِي فِي أَيِّ الْقَبْضَتَيْنِ أَنَا» . رَوَاهُ أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১২০ | মুসলিম বাংলা