মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১১৯
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১১৯। হযরত আবুদ দারদা (রাযিঃ) রাসূলে পাক (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক যখন হযরত আদম (আ)-কে পয়দা করলেন, তখন তার ডান কাঁধের উপর স্বীয় কুদরতের হাত স্থাপন করলেন। আর ক্ষুদ্র পিপীলিকার দলসদৃশ সুন্দর চাকচিক্যময় একদল মানুষ বের করলেন। এইভাবে তার বাম কাঁধের উপর স্বীয় কুদরতের হাত স্থাপন করলেন এবং কয়লাসদৃশ ঘোর কালো অপর একদল মানুষ বের করলেন। তারপর ডানদিকের দলটির প্রতি ইশারা করে বললেন, এরা বেহেশতী। এতে আমার কোন পরওয়া নেই। তারপর বামদিকের দলটির প্রতি ইশারা করে বললেন, এরা দোযখী। এতেও আমার কোন পরওয়া নেই। —আহমদ
باب الإيمان بالقدر - الفصل الثالث
وَعَنْ أَبِي الدَّرْدَاءَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَلَقَ اللَّهُ آدَمَ حِينَ خَلَقَهُ فَضَرَبَ كَتِفَهُ الْيُمْنَى فَأَخْرَجَ ذُرِّيَّةً بَيْضَاءَ كَأَنَّهُمُ الذَّرُّ وَضَرَبَ كَتِفَهُ الْيُسْرَى فَأَخْرَجَ ذُرِّيَّةً سَوْدَاءَ كَأَنَّهُمُ الْحُمَمُ فَقَالَ لِلَّذِي فِي يَمِينِهِ إِلَى الْجَنَّةِ وَلَا أُبَالِي وَقَالَ للَّذي فِي كَفه الْيُسْرَى إِلَى النَّارِ وَلَا أُبَالِي» . رَوَاهُ أَحْمَدُ
