মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯২
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯২। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আল্লাহর হাত পরিপূর্ণ; রাত-দিনের দানের স্রোতধারা এতে ঘাটতি আনতে পারে না। তোমরা কি দেখ না, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে কী পরিমাণ ব্যয় তিনি করেছেন, যা তাঁর হাতের মধ্যে কমতি আনতে পারে নি। তাঁর আরশ ছিল পানির উপর। তাঁর হাতে দাঁড়িপাল্লা, যা তিনি উঁচু-নীচু করেন। (বোখারী, মুসলিম) মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর ডান হাত পরিপূর্ণ। হযরত ইবনে নুমাইর (রহ) বলেন, এমন পরিপূর্ণ, রাত দিনের স্রোতধারা যা এতটুকুও কমাতে পারে না।
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَدُ اللَّهِ مَلْأَى لَا تَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مُذْ خَلَقَ السَّمَاءَ وَالْأَرْضَ؟ فَإِنَّهُ لَمْ يَغِضْ مَا فِي يَدِهِ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيرْفَع» وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «يَمِينُ اللَّهِ مَلْأَى قَالَ ابْنُ نُمَيْرٍ مَلْآنُ سَحَّاءُ لَا يُغِيضُهَا شَيْءٌ اللَّيْل والنهار»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)