মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯১
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯১। হযরত আবু মুসা (রাযিঃ) বলেন, একদিন হুযুর (ﷺ) পাঁচটি কথা বলার জন্য আমাদের মাঝে দাঁড়ালেন এবং বললেন, ১। আল্লাহ্ পাক নিদ্রা যান না, ২। নিদ্রা তাঁর শোভা পায় না, ৩। তিনি পাল্লা উঁচু নিচু করেন, ৪। বান্দার রাতের আমল দিনের আমলের পূর্বে এবং দিনের আমল রাতের আমলের পূর্বেই তাঁর কাছে উঠানো হয়, ৫। তাঁর পর্দা হল আলো। যদি তিনি ঐ পর্দা উঠিয়ে দিতেন, তা হলে তাঁর চেহারার নূর দৃষ্টির যে সীমানা পর্যন্ত পৌছত, সব কিছু জ্বালিয়ে দিত। (মুসলিম)
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَن أبي مُوسَى قَالَ قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ: «إِنَّ اللَّهَ عز وَجل لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْل حجابه النُّور» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)