মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৯৩
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৯৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ)-কে কাফির মুশরিকদের* শিশু সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হল। (তাদের স্থান বেহেশতে না দোযখে হবে?) জবাবে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, (বেঁচে থাকলে) কি আমল করত আল্লাহ পাকই তা ভাল জানেন? (বুখারী, মুসলিম)

* মুশরিক নাবালেগ সন্তানদের বিধানের ব্যাপারে মতভেদ রয়েছে-
(১) কিছু সংখ্যক উলামায়ে কিরামের মতে, তারা পিতামাতার অনুসরণে জাহান্নামে যাবে। কেননা হযরত আয়েশা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে এসেছে- ★★ অর্থাৎ আমি (আয়েশা রা) মুশরিকদের সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলাম, উত্তরে রাসূল (ﷺ) বললেন, তারা তাদের পিতাসমূহের অনুগামী হবে।
(২) কেউ কেউ বলেন, তারা জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে।
(৩) ইমাম মালিক ও শাফেয়ী (রহ) এর মতে, কাফিরদের বাচ্চার ব্যাপারটি আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।
(৪) কারো কারো মতে, তারা জান্নাতে যাবে।
(৫) ইমাম আবু হানিফা (রহ) ও অধিকাংশ আহলে সুন্নত ওয়াল জামাত তাদের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। সুতরাং নিশ্চিতভাবে কোন কিছু বলা যায় না। আল্লাহই তাদের ব্যাপারে ভালো জানেন।
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَرَّارِيِّ الْمُشْرِكِينَ قَالَ: «اللَّهُ أعلم بِمَا كَانُوا عاملين»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৯৩ | মুসলিম বাংলা