মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৮৭
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৭। হযরত ইমরান ইবন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত, মুযাইনা গোত্রের দুই জন লোক রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! মানুষ বর্তমানে যা কিছু করছে এবং তন্মধ্যে যে পরিশ্রম করছে, তা কি তাদের তাকদীরে পূর্বেই নির্ধারিত করে দেয়া হয়েছে? না কি পরে তাদের নবী তাদের নিকট শরীয়তের বিধান নিয়ে এসেছেন এবং তাদের নিকট তার প্রমাণ উপস্থাপন করেছেন, তখন তারা তা করছে। তিনি বললেন, 'না'; বরং পূর্বেই তাকদীর সাব্যস্ত করা হয়েছে এবং সে অনুসারেই সবকিছু ঘটছে। আল্লাহর কিতাবে এর সত্যায়ন রয়েছে- وَنَفْسٍ وَمَا سواهَا فألهمها فجورها وتقواها "মানুষের ও সে সত্তার কসম, যিনি তাকে সুঠাম করেছেন, পরে তার পাপ-পুণ্য তাকে গোপনে অবহিত করেছেন।" (মুসলিম)
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَن عمرَان بن حضين: إِن رجلَيْنِ من مزينة أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَا يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشِيءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فيهم من قدر قد سَبَقَ أَوْ فِيمَا يَسْتَقْبِلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتِ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقَالَ لَا بَلْ شَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فِيهِمْ وَتَصْدِيقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ (وَنَفْسٍ وَمَا سواهَا فألهمها فجورها وتقواها)

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)