মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৮৬
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৬। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এরশাদ করেন, আল্লাহ্ পাক যে পরিমাণ যেনা বনি আদমের জন্য লিখে দিয়েছেন, তা অবশ্যই সে করবে। অতএব চোখের যেনা হল দৃষ্টি নিক্ষেপ, মুখের যেনা হল কথা বলা। আর মন চায় ও কামনা করে এবং গুপ্তাঙ্গ তা সত্য বা মিথ্যায় পরিণত করে।
মুসলিমের অপর এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আদম সন্তানের জন্য তার যেনার হিসাব লেখা আছে, যা সে অবশ্যই করবে। দু'চোখ, তার যেনা হল দেখা। দু'কান, তার যেনা হল শুনা। মুখ, তার যেনা হল কথা বলা। হাত, তার যেনা হল ধরা। পা, তার যেনা হল চলা। অন্তর আকাঙ্ক্ষা করে, বাসনা করে। আর যৌনাঙ্গ তা সত্য বা মিথ্যায় প্রতিপন্ন করে।
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يصدق ذَلِك كُله ويكذبه»

وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَا مُدْرِكٌ ذَلِكَ لَا محَالة فالعينان زِنَاهُمَا النَّظَرُ وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)