মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮৮
- ঈমানের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮৮। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি একজন যুবক পুরুষ, আর আমি ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করছি। অথচ কোন মহিলাকে বিয়ে করার সঙ্গতিও আমার নেই। (বর্ণনাকারী বলেন), এর দ্বারা তিনি যেন (পুরুষের যৌন ক্ষমতা নিবারণে) খাসী হওয়ার অনুমতি চাইছেন। আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চুপ করে রইলেন। আমি পুনরায় ওইরূপ বললাম। এবারও হুযুর নীরব রইলেন। আমি পুনরায় ওইরূপ বললাম এবারও তিনি চুপ করে রইলেন। পুনরায় আমি ঐরূপ বললাম। এবার রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আবু হুরায়রা! তুমি যার সম্মুখীন হবে তা লিখে কলম শুকিয়ে গেছে। এরপর তুমি খাসী হও বা না হও তা তোমার উপর। (বোখারী)
كتاب الإيمان
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ شَابٌّ وَأَنَا أَخَافُ عَلَى نَفْسِي الْعَنَتَ وَلَا أَجِدُ مَا أَتَزَوَّجُ بِهِ النِّسَاءَ كأَنَّهُ يَسْتَأْذِنُهُ فِي الِاخْتِصَاءِ قَالَ: فَسَكَتَ عَنِّي ثُمَّ قُلْتُ مِثْلَ ذَلِكَ فَسَكَتَ عَنِّي ثُمَّ قُلْتُ مِثْلَ ذَلِكَ فَسَكَتَ عَنِّي ثُمَّ قُلْتُ مِثْلَ ذَلِكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا هُرَيْرَةَ جَفَّ الْقَلَمُ بِمَا أَنْتَ لَاقٍ فَاخْتَصِ على ذَلِك أَو ذَر» . رَوَاهُ البُخَارِيّ