মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৭৮
- ঈমানের অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৮। হযরত কাসেম ইবন মুহাম্মাদ (রাযিঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল এবং বলল, নামাযের মধ্যে আমার সন্দেহ জাগে এবং এটা আমার জন্য অতীব কষ্টদায়ক। হযরত কাসেম বললেন, তুমি তোমার নামায পড়তে থাক। কেননা এটি তোমার থেকে কখনো দূর হবে না। এমন কি তুমি নামায শেষ করবে এবং বলবে, আমি নামায শেষ করতে পারলাম না। (মালেক)
كتاب الإيمان
الفصل الثالث
وَعَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَنَّ رَجُلًا سَأَلَهُ فَقَالَ: «إِنِّي أهم فِي صَلَاتي فيكثر ذَلِك عَليّ فَقَالَ الْقَاسِم بن مُحَمَّد امْضِ فِي صَلَاتك فَإِنَّهُ لن يذهب عَنْكَ حَتَّى تَنْصَرِفَ وَأَنْتَ تَقُولُ مَا أَتْمَمْتُ صَلَاتي» . رَوَاهُ مَالك