মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৭৯
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৭৯। হযরত আব্দুল্লাহ ইবন্ আমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আসমান, জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ্ তাআলা সকল সৃষ্টির তাকদীর* লিখে রেখেছেন। তিনি আরও বলেন, তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। (মুসলিম)

* তাকদীর দুই প্রকার। (১) মুবরাম (২) মুআল্লাক
(১) তাকদীরে মুবরাম এমন অকাট্য তাকদীরকে বলে যাতে কোন শর্তারোপ করা হয়নি যে তাকদীর আজলে (অনাদি যুগে) লিখা হয়েছে।
(২) তাকদীরে মুআল্লাক এমন তাকদীর যাতে শর্তযুক্ত করা হয়েছে এবং যাতে পরিবর্তন হতে পারে।
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَتَبَ اللَّهُ مقادير الْخَلَائق قبل أَن يخلق السَّمَوَات وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ» قَالَ: «وَكَانَ عَرْشُهُ على المَاء» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)