মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৭৭
২. তৃতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৭। হযরত উসমান ইবন আবিল আস্ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! শয়তান আমার মধ্যে এবং আমার নামায ও কিরাআতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে ভেজাল সৃষ্টি করে দেয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) ফরমান, ওটা শয়তান, তাকে খিন্যাব বলা হয়। যখন তুমি এটা অনুভব করবে, তখন আল্লাহর নিকট তার থেকে আশ্রয় চাইবে এবং বাম দিকে তিন বার থুথু ফেলবে। হযরত উসমান (রাযিঃ) বলেন, অতঃপর আমি এরূপ আমল করলাম, ফলে আল্লাহ্ পাক তাকে আমার থেকে দূর করে দিলেন। (মুসলিম)
الفصل الثالث
عَن عُثْمَان بن أبي الْعَاصِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بيني وَبَين صَلَاتي وقراءتي يُلَبِّسُهَا عَلَيَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خِنْزِبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفُلْ عَلَى يسارك ثَلَاثًا قَالَ فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي» . رَوَاهُ مَسْلِمٌ
